Posts

Showing posts from July, 2025

বিবাহ, বিপ্লব ও বিতর্ক: একত্রে রাজনীতির নির্মম বাস্তবতা

Image
 বিবাহ, বিপ্লব ও বিতর্ক: একত্রে রাজনীতির নির্মম বাস্তবতা -  তৌহিদ রাসেল একবার ডা. জাকির নায়েকের এক প্রোগ্রামে একলোক  বললেন,  — “আমার নারীর প্রতি কোনো মোহ কাজ করে না।” জবাবে ডা. জাকির নায়েক হেসে বললেন,  — “তাহলে আপনি ভালো কোনো ডাক্তারের কাছে যান!” এটাই হলো প্রকৃতির চিরন্তন সত্য — পুরুষ মাত্রই নারীর প্রতি এক প্রকার মোহ, একরকম আকর্ষণ অনুভব করে। এই ব্যাপারটা অস্বীকার করার উপায় নেই। তাই তো যুগে যুগে এই মোহ, এই আকর্ষণ কেন্দ্র করে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে আলোচিত সব ঘটনা। হাবিল কাবিলের কাহিনি হোক কিংবা ট্রয়ের হেলেন, মিসরের ক্লিওপেট্রা হোক বা রানী সেবার সাথে সলোমান— সব গল্পের পেছনেই তো আছে এক নারীকে ঘিরে পুরুষের দুর্বার টান। তাই বলতেই হয়— নারী শুধু সৌন্দর্যের প্রতীক না, ইতিহাসের অনেক অধ্যায়ের অনুপ্রেরণাও বটে। নবুয়তের শুরুর সময়টায় সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন একজন নারী — হযরত খাদিজা (রাঃ) ছিলেন রাসুল (সাঃ)-এর সবচেয়ে বড় সাহস। তার ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতায়ই নবুয়তের প্রথম ধাপগুলো সম্ভব হয়েছিল। স্ত্রী মমতাজের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সম্রাট শাহজাহান। তার জন্যই তৈরি ক...